
বিশ্বের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশযান ‘ওডিসিয়াস’। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি। এটিই চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মহাকাশযানটি। এটি নির্মাণ করেছে ‘ইনটুইটিভ মেশিনস’ নামক একটি বেসরকারি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান।
মহাকাশযানটিকে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। সবকিছু ঠিক থাকলে মহাকাশযানটি আগামী ২২ ফেব্রুয়ারি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। এর মাধ্যমেই প্রথমবারের মতো কোন বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে চাঁদে অবতরণের ইতিহাস গড়তে যাচ্ছে ওডিসিয়াস এবং ইনটুইটিভ মেশিনস।
মহাকাশযানটিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে তরল মিথেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি তরল মিথেনের তাপমাত্রায় তারতম্যের কারণে রকেট উৎক্ষেপণ স্থগিত করেছিল স্পেসএক্স।
এর মাধ্যমে অ্যাপলো-১৭ এর পর প্রায় পঞ্চশ বছর পর চাঁদে অবতরণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক চীনের চন্দ্রাভিযানের পর প্রতিযোগিতা করতে ‘আর্টেমিস’ নামের একটি কার্যক্রম পরিচালনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। আর এই ‘আর্টেমিস’ কার্যক্রমের আওতায় চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছে ওডিসিয়াসকে। এর আগে গত ৪ জানুয়ারি চাঁদের উদ্দেশ্যে আরেকটি ‘ভলকান’ রকেট পাঠিয়েছিল অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি। তবে কারিগরি ত্রুটির কারণে মিশনটি ব্যর্থ হয়।
৬৭৫ কিলোগ্রামের ওডিসিয়াস মহাকাশযানটি দক্ষিণ মেরুর কাছে মালাপার্ট নামের খাদ বা ক্রেটারে অবতরণের পর চাঁদের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এটি। মহাকাশযানটিতে গবেষণার জন্য ছয়টি পেলোড যন্ত্র রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে নাসা।
সূত্র: স্পেস ডট কম
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]