
সম্প্রতি লিংক হিস্ট্রি নামের একটি প্রাইভেসি সেটিংস চালু করেছে ফেসবুক। এ সুবিধা চালুর ফলে ফেসবুক অ্যাপ থেকে ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই সেগুলোর লিংক আলাদাভাবে সংরক্ষণ করবে ফেসবুক।
আগেও ফেসবুক অ্যাপ থেকে কোনো ওয়েবসাইটে প্রবেশ বা ট্যাপ করলে সেগুলোর লিংক সংরক্ষণ করত ফেসবুক। তবে লিংক হিস্ট্রি নামের এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের প্রবেশ করা ওয়েবসাইটের লিংকগুলো প্রদর্শন করবে ফেসবুক।
স্বয়ংক্রিয়ভাবে চালু থাকায় এ সুবিধার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত গোপনীয় তথ্য অন্যদের কাছে প্রকাশ পেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।
** ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধের জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে।
** এরপর পরের পৃষ্ঠার নিচে থাকা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।
** এবার স্ক্রল করে ‘প্রেফারেন্সেস’ অপশনের নিচে থাকা ব্রাউজার নির্বাচনের পর ‘অ্যালাউ লিংক হিস্ট্রি’–এর পাশে থাকা টগলটি বন্ধ করলেই ফেসবুকের লিংক হিস্ট্রি সুবিধা বন্ধ হয়ে যাবে।
** একই পদ্ধতি অনুসরণ করে টগলটিতে ক্লিক করলে ফেসবুকের লিংক হিস্ট্রি সুবিধা চালু হয়ে যাবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]