আনইন্সটল করা অ্যাপ রিমুভ করবেন যেভাবে
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১২:৩৩
আনইন্সটল করা অ্যাপ রিমুভ করবেন যেভাবে
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্মার্টফোন সঙ্গে থাকলে এখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় এক মুহূর্তে। অডিও, ভিডিও কল থেকে শুরু করে যে কোনো অজানা বিষয় জেনে নেওয়া যায় এক ক্লিকেই। সময় দেখা থেকে শুরু করে ম্যাপ সব কাজেই ব্যবহার করছেন স্মার্টফোন।


নানান ধরনের অ্যাপে ঠাসা থাকে ফোন। ছবি এডিট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, কিংবা গেমিং অ্যাপ। অনেকেই কিছুদিন পর পর অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে দেন। ফোনের স্পিড বাড়াতে অপ্রয়োজনীয় এবং পুরোনো অ্যাপ রিমুভ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে অনেকেই একটি সাধারণ ভুল করেন। তা হচ্ছে-অ্যাপ আনইনস্টল করেন কিন্তু পুরোপুরি রিমুভ করেন না।


অ্যাপ আনইনস্টল করার পর আপনার ফোনের স্ক্রিনে হয়তো সেটি দেখা যাচ্ছে না তবে ফোনের ভেতরে সেটি ঠিকই থেকে যাচ্ছে। ফলে স্টোরেজ খালি হচ্ছে না। আবার ফোনের স্পিডও ধীরে ধীরে কমতে থাকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে পুরোপুরি ফোন থেকে অ্যাপ রিমুভ করতে পারবেন-


** এজন্য আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে যান।
** সেখান থেকে উপরে ডানে আপনার গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
** এবার এখান থেকে সিলেক্ট করুন ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস’।
** এখানে ম্যানেজ অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন।
** এরপর আপনার ফোনে যত অ্যাপ ইনস্টল করা আছে সবই দেখতে পাবেন। এখান থেকে চাইলে অ্যাপ আপডেট করতে পারবেন। তবে যে অ্যাপগুলো এরই মধ্যে আনইনস্টল করেছেন সেগুলো দেখতে এখানে ‘আনইনস্টল’ অপশনে ক্লিক করুন।
** এখান থেকে নিচে ‘নো আনইনস্টল’ একটি অপশন পাবেন, ক্লিক করুন।
** আপনি এতদিন রিমুভ করতে গিয়ে যত অ্যাপ আনইনস্টল করেছেন সবই দেখতে পাবেন। অর্থাৎ এগুলো সব ফোনেই থেকে গেছে।
** এবার সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com