ইউটিউবে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা টুল
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১৬:৪২
ইউটিউবে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা টুল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল চালু করছে গুগল। টুলটি কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সহজেই ভিডিওতে বিভিন্ন ইফেক্ট যুক্ত করা যাবে। শুধু তা–ই নয়, সিনেমার আদলে ভিডিও–ও তৈরি করা যাবে। এর ফলে বর্তমানের তুলনায় কম সময়ে ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও নির্মাতারা। একই সাথে আয়ের ক্ষেত্রেও আসবে ব্যাপক পরিবর্তন।


কনটেন্ট নির্মাতারা শিগগিরই নতুন এই সুবিধা ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে। গেল বছরের নভেম্বরে ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটি চালুর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি–সুবিধা নিজেদের কার্যক্রমে যুক্ত করতে কাজ করছে। চ্যাটজিপিটি দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট তৈরির ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও বিনিময়ের প্ল্যাটফর্ম ইউটিউব।


সম্প্রতি ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন জানিয়েছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির শক্তি আমাদের সামনে এমনভাবে আসতে শুরু করেছে, যা ভিডিওতে ব্যাপক পরিবর্তন আনবে এবং আপাতদৃষ্টে অসম্ভবকে সম্ভব করবে।’ ব্যবহারকারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন সুবিধা চালুর জন্য সময় নেবে গুগল। সূত্র: ব্লুমবার্গ


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com