
সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে নির্ধারিত সময়ের পরও দেশে ফিরেনি ৫৬৮ জন ওমরাহ পালনকারী। ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম এম শাহাদাত হোসাইন তসলিম।
৭ মার্চ, বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে একটি হোটেলে ২০২৪-২৬ মেয়াদের হাবের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের সময় তিনি এ তথ্য জানান।
হাব সভাপতি বলেন, যারা ওমরাহ পালন করতে গিয়ে আসেননি তারা সবাই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে গিয়েছিল। এখানে ধর্ম মন্ত্রণালয় বা কোনো হজ এজেন্সির গাফিলতির কারণে হয়নি। কারণ সৌদি সরকারের নতুন পদ্ধতিতে যে কেউ অ্যাপের মাধ্যমে ওমরাহ ভিসা করে চলে যেতে পারবে। আর সেই ব্যক্তিরা এই সুযোগ নিয়েছে।
তিনি আরো বলেন, অনেক হজ এজেন্সি জানিয়েছে ওমরাহ’র আবেদন করে দীর্ঘদিন ধরে ভিসা পাচ্ছে না। অনেকের টিকিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আজকেও সৌদি দূতাবাসের সঙ্গে কথা হয়েছে জানিয়েছে হাব সভাপতি বলেন, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধানের অনুরোধ করেছি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]