আরও ৩৯৫ হাজি ফিরলেন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ২২:১৭
আরও ৩৯৫ হাজি ফিরলেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরছেন হাজিরা। ৪ জুলাই, মঙ্গলবার আরও ৩৯৫ জন দেশে এসেছেন। বেলা আড়াইটায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছেন।


এর আগে রবিবার থেকে চার দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি ও ফ্লাই নাস এয়ারলাইনসের মোট ২২টি ফ্লাইটে দেশে ফেরেন ৭ হাজার ৯২৯ হাজি। এ তথ্য জানিয়েছে বিমানবন্দর হজ কন্ট্রোল সার্ভিস।


জানা গেছে, চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে যান ১ লাখ ২২ হাজার ২২১ জন। হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৬০ জন। তাদের মধ্যে পুরুষ ৪৭ ও নারী ১৩ জন।


এদিকে সোমবার সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৮ হাজি ঢাকায় পৌঁছেন।


বিমানবন্দর কর্মকর্তারা জানান, একের পর এক হজ ফ্লাইট আসছে। বিমানবন্দরে হাজিদের জন্য আগে থেকেই মজুত রাখা হয় সৌদি আরবের পবিত্র জমজম কূপের পানি। ফ্লাইট থেকে নামার পর লাগেজ নিয়ে বের হওয়ার সময় বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেটের সামনে হাজিদের পাঁচ লিটারের জমজম কূপের পানিভর্তি একটি করে বোতল দেয়া হচ্ছে।


বিমানবন্দরে হাজিদের মাঝে জমজম কূপের পানি বিতরণ করছেন বিমান, সৌদি ও ফ্লাই নাস এয়ারলাইনসের প্রতিনিধিরা।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com