শিরোনাম
‘করোনার অযুহাতে কোরবানির বিধান শিথিল করা যাবে না’
প্রকাশ : ১৭ জুলাই ২০২০, ১৮:৩৬
‘করোনার অযুহাতে কোরবানির বিধান শিথিল করা যাবে না’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনার অযুহাতে কোরবানির বিধান শিথিল করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী। শুক্রবার (১৭ জুলাই) জুমার খুৎবায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হজরত ইব্রাহিম (আ.) এর মাধ্যমে পবিত্র কোরবানি মুসলিম উম্মাহর ওপর ওয়াজিব করা হয়েছে। কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার নূন্যতম সুযোগ নেই। করোনার অযুহাতে কোরবানির বিধান কোনো অবস্থাতেই শিথিল হতে পারে না। সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানি আদায় করতে হবে।


তিনি আরো বলেন, ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হযরত ইব্রাহিম (আ.) এর মাধ্যমে পৃথিবীতে কোরবানি এসেছে। কিয়ামত পর্যন্ত এ কোরবানি চলমান থাকবে ইনশাআল্লাহ। পেশ ইমাম বলেন, আল্লাহপাক মুসলিম উম্মাহর জন্য কোরবানিকে ওয়াজিব করেছেন। করোনার অযুহাতে কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।


এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রবেশ পথে সকাল থেকেই জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা। রাজধানীর অন্যান্য মসজিদেও মুসল্লির সংখ্যা বেড়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com