শিরোনাম
শুক্রবার সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৪
শুক্রবার সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা কাহাফ, যা মক্কায় অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা ১১০। নিয়মিত সুরাটি তিলাওয়াতে অসংখ্য সওয়াবের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। তবে বিশেষত জুমার দিনে এ সুরা তিলাওয়াতের অনেক সওয়াব ও ফজিলত রয়েছে।


হজরত আবু সাঈদ খুদরি (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে।


হজরত আনাস (রা.) বর্ণিত, এ পূর্ণাঙ্গ সুরাটি একসঙ্গে নাজিল হয়েছে এবং এর সঙ্গে ৭০ হাজার ফেরিস্তা দুনিয়াতে আগমন করেন।


এ সুরায় আসহাবে কাহাফ তথা ওই সব মুমিন যুবক, যারা দ্বীনকে সংরক্ষণের জন্য নিজেদের কোনো এক পাহাড়ের একটি গুহায় আত্মগোপনে রেখেছিলেন। তাদের ঘটনা বর্ণিত হওয়ায় এ সুরার নামকরণ করা হয়েছে কাহাফ।


আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যেমনভাবে নাজিল করা হয়েছে, সেভাবে যে ব্যক্তি সুরা কাহাফ পড়বে, তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে এবং যে শেষ দশ আয়াত পড়বে, সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারবে না।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com