শিরোনাম
যেসব কারণে গুরুত্বপূর্ণ আশুরা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫১
যেসব কারণে গুরুত্বপূর্ণ আশুরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামিক পঞ্জিকা অনুযায়ী মুহররম মাসের দশম দিনকে আশুরা বলা হয়। এটি ইসলাম ধর্ম অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।


ঠিক কী কারণে দিনটি এত গুরুত্বপূর্ণ? আসুন জেনে নেই সেসব কারণ-


১. এদিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন। আর এদিনেই কিয়ামত সংঘটিত হবে।
২. এদিনে হজরত আদম (আ.) বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসেন।
৩. মহররমের ১০ তারিখে আল্লাহ হজরত আদমের (আ.) দোয়া কবুল করেন।


৪. এদিনে আদম (আ.) স্ত্রী হাওয়ার (আ.) সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন।
৫. হজরত নুহ (আ.) মহাপ্লাবনের পর ঈমানদারদের নিয়ে নৌকা থেকে দুনিয়ায় অবতরণ করেন।
৬. হজরত ইবরাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেন।


৭. হজরত আইয়ুব (আ.) অসুস্থতার ১৮ বছর পর এদিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন।
৮. হজরত ইউসুফ (আ.) ৪০ বছর পর এদিনে বাবা হজরত ইয়াকুবের (আ.) সঙ্গে মিলিত হন।
৯. হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে ৪০ দিন পর মুক্তি পান ১০ মহররম।
১০. হজরত মুসা (আ.) ফেরাউনের হাত থেকে আশুরার দিন মুক্তি পান।


১১. ফেরাউন তার দলবলসহ নীলনদের পানিতে ডুবে মারা যায় এদিনে।
১২. হজরত ঈসাকে (আ.) মহররমের ১০ তারিখ আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে যান।
১৩. মহররম মাসের ১০ তারিখ কারবালার বিয়োগান্ত ঘটনার অবতারণা হয়।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com