শিরোনাম
‘ঐক্যফ্রন্টের কোনো সদস্যই শপথ নেবে না’
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ১৫:১৯
‘ঐক্যফ্রন্টের কোনো সদস্যই শপথ নেবে না’
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যই শপথ নেবেন না।


ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।


মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে রবিবার দুপুর ১২টার দিকে এই বৈঠক শুরু হয়। পরে বেলা পৌনে ১টার দিকে বৈঠকে নেয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়।


নির্বাচনে জয়ী গণফোরামের দুই প্রার্থীর শপথ নেয়ার বিষয়ে ‘ইতিবাচক’ চিন্তার কথা বলেছিলেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। তবে রবিবার সে কথা অস্বীকার করেছে গণফোরাম।


গণফোরামের দাবি, ড. কামাল হোসেন কোনোভাবেই বলেননি গণফোরাম থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এ ছাড়া ঐক্যফ্রন্টে কোনো অনৈক্যও নেই।


এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তারা কেউই শপথ নেবেন না, এটা পরিষ্কার কথা।


একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট সাতটি আসনে জয়লাভ করে। এর মধ্যে পাঁচটি আসনে জিতেছে জোটের প্রধান শরিক বিএনপি ও দুটি আসনে জয় পেয়েছে গণফোরামের দুই নেতা।


বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।


বিবার্তা/জাকিয়া


>>সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com