শিরোনাম
কোনো আনন্দ মিছিল নয় : এইচ টি ইমাম
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৩১
কোনো আনন্দ মিছিল নয় : এইচ টি ইমাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত স্ব স্ব কেন্দ্রে অবস্থান নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।


তিনি বলেন, গর্ভবতী নারী, বৃদ্ধারা, এমনকি প্রতিবন্ধী ব্যক্তিরাও ভোট দিতে গিয়েছেন। ভোটে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহেই প্রমাণ করে এই নির্বাচন যথেষ্ট পরিমাণ অংশগ্রহণমূলক ছিল।


আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীর উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আনন্দ মিছিল না করতে। কেননা প্রধানমন্ত্রী বলেছেন এখন আনন্দ মিছিলের সময় না, দেশ গঠনের সময়। কাজেই কেউ কোথাও থেকে আনন্দ মিছিল বের করবেন না।


এছাড়া যতক্ষণ পর্যন্ত প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ফলাফল লিখিতভাবে না দেবেন কোনো নেতাকর্মী স্ব স্ব স্থান ত্যাগ করবেন না বলেও জানান এইচ টি ইমাম।


মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনে মাঠে সক্রিয় ছিল না বলেও মন্তব্য করেন এইচ টি ইমাম।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com