
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপিতে যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এটাই স্বাভাবিক। কারণ দেশে সন্ত্রাস দমন করে শান্তি রক্ষা করাই আইনশৃঙ্খলা বাহিনীর মূল কাজ। বিএনপি যদি মনে করে নির্বাচনকে সামনে রেখে তারা সন্ত্রাসীদের পুনর্বাসন করবে সেই সুযোগ হবে না।
সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির কাজ হচ্ছে অভিযোগ করা। বিএনপি এখন নালিশী পার্টি হিসেবে রূপান্তরিত হয়েছে। কোনো কারণ ছাড়া অপ্রয়োজনে অপ্রাসঙ্গিক নালিশ করতে থাকে।
নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই আওয়ামী লীগ প্রচার প্রচারণা শুরু করেছে দাবি করে তিনি বলেন, এর আগে আওয়ামী লীগ নির্বাচনি প্রচার প্রচারণায় অংশ নেয়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সবসময় আইন মেনে চলি।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আলী নিশান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]