শিরোনাম
খালেদার অনুপস্থিতিতে চলবে মামলার কার্যক্রম
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৪
খালেদার অনুপস্থিতিতে চলবে মামলার কার্যক্রম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছে আদালত।


রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী ঢাকার ৫নং বিশেষ জজ মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।


একই সঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে আইনজীবীরা তার প্রতিনিধিত্ব করতে পারবেন।


খালেদা জিয়া অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হতে না চাওয়ায় তার অনুপস্থিতিতেই কারাগারে বসানো বিশেষ এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালিয়ে যাওয়ার এ আদেশ দেয়া হলো।


অসুস্থতার কারণে তাকে গত সাতমাসে একবারও আদালতে হাজির করতে না পারায় এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ করতে সরকারের নির্দেশে আদালত স্থানান্তর করা হয় কারাগারের ভেতরে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।


গত ৫ সেপ্টেম্বর বিশেষ জজ আদালতের এই অস্থায়ী এজলাসে শুনানির প্রথম দিন খালেদা জিয়া নিজের অসুস্থতার কথা জানান।


এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর শুনানির নির্ধারিত দিনে কারা কর্তৃপক্ষ খালেদাকে আদালত কক্ষে আনতে ব্যর্থ হলে ফৌজদারি কার্যবিধির ৫৪০(এ) ধারা অনুযায়ী তার অনুপস্থিতিতে বিচারকাজ চালানোর আর্জি জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।


এর পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দিল। খালেদা জিয়াকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন বিচারক। এ মামলায় প্রতি ধার্য তারিখ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে থাকবেন খালেদা জিয়া।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com