শিরোনাম
মঞ্জুকে আ.লীগে যোগদানের আহবান জানালেন মোশাররফ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৮
মঞ্জুকে আ.লীগে যোগদানের আহবান জানালেন মোশাররফ
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আওয়ামী লীগে যোগদানের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।


খন্দকার মোশাররফ হোসেন বলেন, ''আপনার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া জাতির জনক বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। আপনি আওয়ামী লীগে যোগদান করেন।''


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আরও বলেন, ''আপনারা খুব ভাগ্যবান যে আনোয়ার হোসেন মঞ্জুর মতো একজন শক্তিশালী ও বড়মাপের মানুষ পেয়েছেন। তিনি সব সময় এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন। তিনি ভাণ্ডারিয়া উপজেলাকে জেলার সমমানে রূপান্তরিত করেছেন।''


বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ''আমি একদিন মন্ত্রণালয়ে আমার দফতরে বসা। দেখি, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আমার দফতরে হাজির। তার মতো একজন বড়মাপের মানুষ আমার দফতরে, না জানি কী ঘটনা! কিছুক্ষণ পরে তিনি পকেট থেকে একখানা কাগজ বের করে আমার হাতে দিলেন। তার এলাকার একটা ব্রিজের কাজের জন্য আমার দফতরে আসা। আমি কাগজটি দেখে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ১৫ দিনের মধ্যে এ ব্রিজটির দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছিলাম। এরপর তাকে বললাম, এলাকার একটা ব্রিজের কাজের জন্য আপনি আসলেন!''


আনোয়ার হোসেন মঞ্জু তার বক্তব্যে বলেন, ''ইমান যদি ঠিক থাকে, জনগণের জন্য কাজের উদ্দেশ্য থাকে, মানুষ ঐক্যবদ্ধ থাকে; সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়।''


পানিসম্পদ মন্ত্রী বলেন, ''আমি ৩২ বছর আপনাদের সঙ্গে আছি এবং একটি কথাই বলেছি, উন্নয়নের কোনও বিকল্প নেই, দলমত নির্বিশেষে এলাকার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, উন্নয়নকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।''


ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। উপস্থিত ছিলেন এলজিইডির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জাতীয় পাটি জেপির যুগ্ম মহাসচিব মনিরুল হক মনি জমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু।



স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাস্তাবায়নে ভান্ডারিয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত চারতলা প্রশাসনিক ভবন ও একটি হলরুম নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪৪১ টাকা।


বিবার্তা/বশির/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com