শিরোনাম
শোক দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৮:২৮
শোক দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজন সভা অনুষ্ঠিত হয়েছে। শাখার সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সভা পরিচালনা করেন।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডোভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে।


বিএনপি-জামায়াত বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নাশকতা ও ষড়যন্ত্র করছে অভিযোগ করে নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দেন তিনি।


সম্মানিত অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জাতির পিতার স্বপ্নপূরণে, অর্থনৈতিক মুক্তির পথে। আমাদের এই অগ্রযাত্রায় আমাদের চেতনার নাম জাতির পিতা। আমাদের অনুপ্রেরণার নাম জাতির পিতা বঙ্গবন্ধু। আমাদের সাহসের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।



এ সময় আরো বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আসলামুল হক এমপি, যুবলীগ সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি মো. জাফর ইকবাল, মজিবুর রহমান বাবলু, জলিলুর রহমান, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনু, হারুন অর রশিদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, সিবলী সাদিক, মামুন সরকার, শাহদাত হোসেন সেলিম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক এ এই এম কামরুজ্জামান প্রমুখ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com