
রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্তে আজ বুধবার (১১ ডিসেম্বর) বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ যাচ্ছে।
গত সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
আবদুল মোনায়েম জানান, বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই লংমার্চ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করবেন তাঁরা।
মোনায়েম মুন্না বলেন, ভারতীয় কিছু মিডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। আগরতলা সহকারী হাইকমিশনে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবতা প্রমাণ করে এতে ভারত সরকারের মৌন সমর্থন রয়েছে।
যুবদলের এই নেতা আরও বলেন, কূটনীতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল। ভারতের ক্রমাগত ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গুজব সৃষ্টি ও ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে এই তিন সংগঠন লংমার্চ করবে।
ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো চক্রান্তে সোচ্চার থাকার হুঁশিয়ারিও দেন উপস্থিত থাকা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]