কলকাতা থেকে গ্রেফতার আ. লীগ নেতাদের বিরুদ্ধে ‘ধর্ষণের অভিযোগ নেই’
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:০৫
কলকাতা থেকে গ্রেফতার আ. লীগ নেতাদের বিরুদ্ধে ‘ধর্ষণের অভিযোগ নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সিলেট জেলা আওয়ামী লীগের ২ নেতা ও যুবলীগের ২ নেতাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেনি দেশটির পুলিশ। তাদের গ্রেফতার করা হয় ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারা এবং বিদেশি আইনের ১৪ নম্বর ধারার অভিযোগে।


গ্রেফতাররা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আবদুল লতিফ (রিপন) ও সদস্য ইলিয়াস হোসেন (জুয়েল)।


গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের মেঘালয় রাজ্য পুলিশের মহাপরিচালক ইদাশিশা নংরাং।


তিনি বিবিসি বাংলাকে বলেছেন, ডাউকি থানায় এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারা এবং বিদেশি আইনের ১৪ নম্বর ধারায় অভিযোগ ছিল। সেই মামলাতেই কলকাতা থেকে এদের গ্রেফতার করে আনা হয়েছে।


যেসব ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে আছে- অস্ত্র দিয়ে হামলা (আগ্নেয়াস্ত্র নয়), হামলার জন্য জমায়েত হওয়া, এক লাখ টাকার কম পরিমাণ আর্থিক ক্ষতিসাধনের মতে অভিযোগ। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগও আনা হয়েছে।


আনন্দবাজার লিখেছে, রবিবার কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করে শিলং পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে বলে যে তথ্য কিছু সংবাদমাধ্যমে এসেছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন মেঘালয় পুলিশের ডিজি ইদাশিশা নংরাং।


এই চারজন যে মামলায় গ্রেফতার হয়েছেন, তাতে আরও দুই আওয়ামী লীগ নেতার নাম আছে। ওই দুই আসামি হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু।


পুলিশের বরাতে বিবিসি বাংলা লিখেছে, ৫ আগস্টের পরে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের মেঘালয়ে বসবাস করছিলেন বলে মেঘালয় পুলিশের কাছ থেকে বিধাননগর পুলিশ জানতে পারে। ডাউকি সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে অক্টোবর মাসে হাতাহাতির মামলায় তারা গ্রেফতার হয়েছেন।


বারাসত আদালতের আইনজীবী আসলামউজ্জামান আনন্দবাজারকে বলেন, অনুপ্রবেশ, ছিনতাই, জাতীয় সড়কে ডাকাতি, সরকারি সম্পত্তি নষ্ট, ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগে ধৃতদের রবিবার বারাসত আদালতে আনা হয়। ট্রানজিট রিমান্ডের জন্য আনা হলেও আদালত ছুটি থাকায় বিচারকের সামনে হাজির করানো হয়নি। ধৃতদের শিলং নিয়ে যাওয়া হয়েছে।


মেঘালয়ের পত্রিকা দ্য শিলং টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম জৈন্তা পাহাড়ি জেলার ডাউকিতে স্থানীয় ট্রাক চালকদের সঙ্গে মারামারির অভিযোগে গত মাসে একটি মামলা হয়। সেই মামলায় রবিবার কলকাতায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও তার দলের চারজনের গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, ছিনতাই ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। স্থানীয় আদালতে সেখানকার আইনজীবীদের মাধ্যমে তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করি, তারা সুবিচার পাবেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com