মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮৬তম জন্মদিন আজ বুধবার (৪ ডিসেম্বর)।
এ উপলক্ষে বুধবার সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন যুবলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা।
শেখ মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের পাশাপাশি ধানমন্ডিতে ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
শেখ মনির জন্মদিন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৬ টায় বনানী কবরস্থানে শেখ মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, উপতথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ-সম্পাদক একেএম মুক্তাদিউর রহমান শিমুল প্রমুখ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]