আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
১১ নভেম্বর, মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া ভুঁইয়া বাড়ি এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ওই যুবদল নেতার নাম জাকারিয়া হোসেন শিপলু। তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে যুবদল নেতা শিপলু ভুঁইয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডান হাত ভেঙে দেয় একদল মুখোশধারী সন্ত্রাসী। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর একাটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই যুবদল নেতার পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। যুবদল নেতাকে কুপিয়ে আহত করার ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এসময় তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]