
সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে রাষ্ট্র সংস্কার জরুরি মন্তব্য করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন।
জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। এটা বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। এখন বিএনপি যে তাড়াহুড়ো করছে তা বলবো না, বরং বিএনপি আগের থেকে নির্বাচনের কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াতের আমির বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।
এদিকে সকালে ঢাকায় মহানগর দক্ষিণে জামায়াতের শ্যামপুর-কদমতলী অঞ্চলের কর্মী সম্মেলনে অংশ নেন কয়েকশ নেতাকর্মী। সেখানে আগামী নির্বাচনে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহারের শঙ্কা জানিয়ে পরিবেশ তৈরির জন্য এসব উদ্ধারের দাবি জানান জামায়াত নেতারা।
এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা রাষ্ট্রকে অকার্যকর করতে চক্রান্ত করছে। তাদের অপসারণের দাবি করেন তারা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]