'কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে নির্বাচন দিন'
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২০:৪১
'কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে নির্বাচন দিন'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সংস্কারের নামে অযৌক্তিক কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।


৬ নভেম্বর, বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যের এ কথা বলেন তিনি।


জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মাঠে আছি জানিয়ে গয়েশ্বর বলেন, গত ১৭ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনে স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছি। স্বৈরাচারের প্রেতাত্মারা অভ্যুত্থান ব্যর্থ করার নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। পরিস্থিতি উত্তরণে আমাদের সজাগ থাকতে হবে।


তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।


উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশফাক আহম্মেদ মানিক প্রমুখ।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com