‌‘সহিংসতা প্রতিরোধে হাতে গোনা কিছু নেতা-কর্মী ছাড়া অধিকাংশকেই দেখা যায়নি’
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১২:৫০
‌‘সহিংসতা প্রতিরোধে হাতে গোনা কিছু নেতা-কর্মী ছাড়া অধিকাংশকেই দেখা যায়নি’
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী চলা সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক বেহাল দশা বেরিয়ে এসেছে। মাঠে হাতে গোনা কিছু নেতা-কর্মী ছাড়া অধিকাংশকেই দেখা যায়নি। আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে যৌথ সভায় তিনি এ ক্ষোভ জানান।


যৌথ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি ও দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।


বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্রে জানা গেছে, যৌথসভায় কোটা আন্দোলন ঘিরে সহিংসতা প্রতিরোধে দল হিসেবে আওয়ামী লীগের নানা দুর্বলতা বেরিয়ে এসেছে। দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।


বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ওবায়দুল কাদের তাঁর বক্তব্যে দলের সাংগঠনিক দুর্বলতার কথা উল্লেখ করেন। পাশাপাশি সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি এবং দলের নেতাদের মধ্যে সমন্বয়হীনতার কথা বলেন। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে সবাইকে এখন থেকেই দল শক্তিশালী করার বিষয়ে মনোযোগ দেয়ার নির্দেশ দেন তিনি।


আর কেউ যাতে সহিংসতা করতে না পারে এমন নির্দেশনা দিয়ে কাদের আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সব সংগঠনকে স্ব স্ব সংগঠন সমন্বয় মিটিংয়ের মাধ্যমে নিজেদের ক্ষোভ দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


তিনি বলেন, কারফিউ মেনে চলতে হবে। সরকারি বিধিবিধান মেনে চলতে হবে। মানুষের পাশে থাকতে হবে। গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করতে হবে। নিজেদের মধ্যে সমন্বয় করে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজ সংগঠনের সমালোচনা করে সাংগঠনিক দুর্বলতা বের করতে হবে। চলমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশও দেন ওবায়দুল কাদের।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com