দৃষ্টি ফেরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান: রিজভী
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১৫:২৯
দৃষ্টি ফেরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অস্ত্রসহ বিস্ফোরক রেখে তা উদ্ধারের নাটক মঞ্চস্থ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে মাস্টার প্লানের অংশ হিসেবে মাঝরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


এ বিষয়ে দেশবাসীসহ সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।


মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক। কিন্তু সেই দাবিকে আমলে না নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়ে হতাহত করা হয়েছে। প্রধানমন্ত্রী এখন ক্ষমতা হারানোর আতঙ্কে রয়েছে। যার কারণে বিএনপির প্রধান কার্যালয়ে মাঝরাতে অস্ত্র ও বিস্ফোরক রেখে তা উদ্ধারের নাটক সাজানো হয়েছে। এর উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়া।


মাস্টার প্লানের অংশ হিসেবে মাঝরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।


তিনি বলেন, এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরী করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক লাঠিসোটাসহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়।


তিনি বলেন, ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা দেয়া যে তারা যেন ভয় পেয়ে যায়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।


রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় যখন শূন্য, নেতাকর্মীরা যখন ঘুমাচ্ছিল, তাহলে মাঝ রাতে কেন এই অভিযান? কারণ শূন্য কার্যালয়ে যেকোনো চক্রান্ত আঁটা যায়। এর আগেও ভিডিওতে দেখা গিয়েছিল যে পুলিশ বিস্ফোরক নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ করেছিল।


রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন ডিবি প্রধান হারুন অর রশিদ। অভিযান শেষে হারুনুর রশিদ বলেন, অভিযানে শতাধিক ককটেল, ৫-৬ বোতল পেট্রোল, পাঁচ শতাধিক লাঠিসোঁটা ও সাতটি দেশি-বিদেশি অস্ত্র পাওয়া গেছে।


তিনি আরো জানান, ছাত্রদলের সাবেক সভাপতি রণকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com