ছাত্রলীগ-যুবলীগ অবস্থান নিয়েছে শাহবাগে
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ২৩:১৮
ছাত্রলীগ-যুবলীগ অবস্থান নিয়েছে শাহবাগে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। শাহবাগ মোড়ের পৃথক দুটি স্থানে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে স্লোগান দিচ্ছেন।


১৬ জুলাই, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পরপরই ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।


এ সময় তারা ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’, ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’, ‘জামাত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’, ‘আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা’সহ কোটা সংস্কারের দাবিতে কোটাবিরোধীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।


খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। সময় যত গড়াচ্ছে শাহবাগ মোড়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিও তত বাড়ছে।


সাড়ে ছয়টার দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত হন। তবে সেখানে কিছুক্ষণ অবস্থান করে চলে যান নিখিল। এসময় শাহবাগ মোড়ে মেট্রোরেল লাইনের নিচ দিয়ে যুবলীগ বিক্ষোভ মিছিল করে।


যুবলীগের মিছিলের নেতৃত্বে ছিলেন যুবলীগ ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।


২১ নম্বর ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে আওয়ামী লীগের একটি গ্রুপ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী অবস্থান নিয়েছেন আরেক পাশে।


অন্যদিকে শাহবাগ মোড়ে ফুলের দোকানের দিকে অবস্থান করছে ছাত্রলীগ।


বিবার্তা/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com