
বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফারুক বলেছেন, ভারতের সাথে অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন, এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন।
শুক্রবার (২৮ জুন) রাজধানীতে প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক কথা বলছেন।
সাবেক আইজিপি ও সাবেক সেনাপ্রধানের মতো আরো দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করেছেন জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, “আজকে কোথায় বেনজীর আহমেদ, কোথায় আজিজ, কোথায় মতিউর? বাংলাদেশে এভাবে বহুলোক সরকারের আশ্রয়ে আছে যারা কোটি কোটি-হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে, সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। এসব লোকদেরকে খুঁজে বের করতে হবে। নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না।”
ফারুক বলেন, “বক্তব্য স্পষ্ট, আমার বুকের ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে আপনি ত্রিশ ঘণ্টার পথ সাত ঘণ্টা করবেন। আমাদের আপত্তি একটাই যে, আমার সার্বভৌম দেশ, যে দেশের জন্য হাফ প্যান্ট করে খালি পায়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, নির্মম সত্য হলেও বলতে হয় সেই কথা আপনাদের মনে নাই।
“আমি বলে দিতে চাই, ভারতের সাথে এসব অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন, এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন। বিএনপিকে বলব, এমন কর্মসূচি দেন যেই কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ সোচ্চার হতে পারে।”
ভারতের সাথে ‘অবৈধ সরকারের অবৈধ চুক্তি-সমঝোতা’র প্রতিবাদে প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।
প্রজন্ম বাংলাদেশের সভানেত্রী বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাসের সভাপতিত্বে সমাবেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএনপির আবদুল সালাম আজাদ, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, কাদের গণি চৌধুরী, মাওলানা শাহ নেছারুল হক, বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]