খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন ড. মোশাররফ
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১৩:১৬
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন ড. মোশাররফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করেছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ শীর্ষ নেতারা।


সোমবার (১৭ জুন) রাত ৮ টার দিকে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।


শুভেচ্ছা বিনিয়ম শেষে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সেখানে গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই। কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না। আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করেন না। আজকেও তাই হয়েছে।’


বর্তমানে দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা তা খুবই খারাপ বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, আজকে দেশের যে আর্থিক অবস্থা, দৈন্যদশার কারণে আজ সব মানুষ আনন্দের সাথে ঈদ করতে পারেনি। সবাই কষ্টে আছে। আমরা সবাই কষ্টে আছি। আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি সবাই যাতে ভালোভাবে আনন্দের সাথে ঈদ পালন করতে পারে সেজন্য দোয়া করেছেন বেগম খালেদা জিয়া।


ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তিনি (খালেদা জিয়া) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।


স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পরে দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সুজা উদ্দিন, আবদুল কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com