
তীব্র গরমের কারণে পূর্বঘোষিত ২৬ এপ্রিল আয়োজিত বিএনপি’র সমাবেশ স্থগিত করা হয়েছে।
২২ এপ্রিল, সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু গণমাধ্যমকে এই তথ্য জানান।
শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। গত ২০ এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি।
মিন্টু জানান, গরমে সতর্কতামূলক হিট অ্যালার্টের সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা মিটিংয়ে বসেছি। বৈঠকেই সমাবেশের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে, আগামী পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপি সমাবেশ করবে বলে জানা গেছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]