
বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সন্ত্রাসের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে সরকার।
২৯ মার্চ, শুক্রবার দুপুরে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, জনগণ নয়, আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর দলে পরিণত হয়েছে। সরকার জনগণকে তোয়াক্কা করছে না।
তিনি বলেন, সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে সরকার। বিরোধী মত দমন করে কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারবে না আওয়ামী লীগ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]