
নেত্রকোণার সুসং দুর্গাপুরে ঐতিহাসিক কৃষক আন্দোলন টংক আন্দোলনের বিপ্লবী নেত্রী কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
২৩ মার্চ, শনিবার জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
তারা কুমুদিনী হাজংয়ের প্রতি জাসদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কুমুদিনী হাজং সমাজ পরিবর্তনের আন্দোলনে প্রেরণার উৎস ও নারী শক্তির প্রতীক হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, ২৩ মার্চ, শনিবার দুপুরে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ি উপজেলার বহেড়াতলীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামে পাহাড়ি অঞ্চলের এক টিলায় বসবাস করতেন তিনি। হাজং বিদ্রোহের সাক্ষী কুমুদিনী হাজং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টংক আন্দোলন, ১৯৫২ এর ভাষা আন্দোলন, পাকিস্তানি জুলুম বৈষম্য, নিপীড়ন, ১৯৬৪ এর সাম্প্রদায়িক দাঙ্গা, মহান স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের কালের সাক্ষী ছিলেন তিনি।
রবিবার (২৪ মার্চ) সকালে স্থানীয় শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]