
জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদসহ জাপার ১০ কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন চেয়ারম্যান জিএম কাদের।
২১ মার্চ, বৃহস্পতিবার জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখিত ১০ নেতাসহ জাপার বিপুলসংখ্যক কেন্দ্রীয় নেতা জিএম কাদেরের স্বেচ্ছাচারিতার অভিযোগে রওশন এরশাদ অংশের জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম-প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম-মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন।
তবে জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব দেয়া রওশন এরশাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি জিএম কাদের।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]