
১৯৭৪ সালের ১৭ মার্চ জাসদের শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে গুলিবর্ষণে নিহত জাসদনেতা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম জাফর, জাহাঙ্গীর, সফিউল্লাহ, প্রদীপ চন্দ্র, মাফফুজ উল্লাহ শহিদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে জাসদ কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু এভিনিউয়ে পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণসভার আয়োজন করেছে।
১৭ মার্চ, রবিবার বিকাল ৪টায় এই স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহিদ বিপ্লবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় স্মরণসভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা ও ১৯৭৪ সালের ১৭ মার্চের কর্মসূচিতে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা, লেখিকা কাজী লিনু হক। এ সময় সভা পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, জাসদ শহিদদের স্বপ্নকে ধারণ করে আজও রাজনীতিতে ভূমিকা রাখছে।
সভায় বক্তারা ১৭ মার্চের শহিদ বিপ্লবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমাজবদলের সংগ্রাম এগিয়ে নিতেই সেদিন জাসদের নেতা-কর্মীরা জানবাজি সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]