আত্মগোপনে থাকা বিএনপির নেতা-কর্মীরা কালো পতাকা মিছিলে
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৪
আত্মগোপনে থাকা বিএনপির নেতা-কর্মীরা কালো পতাকা মিছিলে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারের দমনপীড়নে টানা তিন মাস ‘আত্মগোপনে’ থাকার পর ২৭ জানুয়ারি, শনিবার রাজধানীতে ‘কালো পতাকা’ হাতে মিছিল করেছে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী।


মাথায় কালো টুপি পড়ে হাতে কালো পতাকা নিয়ে নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এসময় নেতা-কর্মীরা সমস্বরে ‘অবৈধ সরকার মানি না, মানব না’, ‘ অবৈধ সংসদ মানি না, মানব না’, 'এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেয়। কর্মীদের অনেকের হাতে দলের গ্রেফতার হওয়া নেতাদের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ডও ছিলো।


সংক্ষিপ্ত সমাবেশে শেষ করে বিকাল সাড়ে তিনটায় নয়া পল্টনের সড়কের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল নাইটেঙ্গল রেস্টুরেন্ট মোড় দিয়ে ফকিরাপুল, আরামবাগ মোড় ঘুরে নয়া পল্টনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ‘ডামি’ নির্বাচনে দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশের মহানগরগুলোতে একযোগে বিএনপির এই কর্মসূচি হয়।


এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশ আমাদের, এই দেশের সমস্যা আমাদের, এই দেশের সমস্যা সমাধান আমরাই করব। সেকারণে আজকে ভারত, চীন আর রাশিয়া তাদের সরকার হাসিনার সরকার, এটা বাংলাদেশের জনগণের সরকার না।'


তিনি বলেন, 'এই সরকার আমরা মানতে বাধ্য নই। আজকে আমাদের এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, আমাদের ভাগ্যের লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই… আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই।'


কয়েকদিন আগে সীমান্তে একজন বিজেবি সদস্য নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গে টেনে তিনি বলেন, 'আপনারা জানেন, আমাদের সীমান্তে মানুষ মারা যাচ্ছে, কয়েকদিন আগে আমাদের বিজেবি সদস্য মারা গেছে। কোনো প্রতিবাদ নাই কেনো? কি কারণে কোন অধিকারে তারা আমার দেশে সীমান্ত রক্ষীর ওপর গুলি করবে? কথায় কথায় ধরে নিয়ে যায় আমাদের সাধারণ মানুষকে। আর আমার সীমান্ত রক্ষীরা খালি হাতে বা রাইফেল হাতে দাঁড়িয়ে থাকে… তাদের গুলি করার অধিকার নাই। সুতরাং আজকে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্নের পথে। কারণ আমাদের দেশের মৌলিক সিদ্ধান্ত যখন বিদেশিরা দেয় তখন আমরা স্বাধীন দেশের নাগরিক দাবি করি কি করে?'


৭ জানুয়ারি জনগণ ক্ষমতাসীনদের ভোট দেয়নি উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘তিনি এখন বিদেশিদের সার্টিফিকেট যোগান করছেন। আরে দেশের মানুষ যদি সার্টিফিকেট না দেয় বিদেশের সার্টিফিকেট দিয়ে আপনাকে বৈধ সরকার প্রমাণ করার কোনো সুযোগ নাই।'


নেতাকর্মীদের ‘রাজপথে’ থেকেই গণতন্ত্র ফেরানোর আন্দোলনে বিজয় আনতে হবে বলে সকলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান গয়েশ্বর।


বিবার্তা/রুবেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com