শোভাযাত্রার অনুমতি পায়নি ছাত্রদল, নয়া পল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৪৮
শোভাযাত্রার অনুমতি পায়নি ছাত্রদল, নয়া পল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রার জন্য ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়েছিল ছাত্রদল। শুক্রবার (১৯ জনুয়ারি) বিকেলে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। বরং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান এসব কথা বলেন।


মতিউর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল পুলিশের কাছে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে অনুমতি না দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। ছাত্রদলের শোভাযাত্রায় অনুমতি না দিয়ে পুলিশ যে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেটার সর্বশেষ নজির স্থাপন করেছে । সকাল থেকেই দলীয় কার্যালয় সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছে।


এদিকে ছাত্রদলের একটি সূত্রের খবর, নয়াপলটন থেকে শোভাযাত্রা করতে পুলিশের অনুমতি না মেলায় ছাত্রদল নেতাদের স্ব স্ব ইউনিটে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ওদিকে নয়া পল্টন সূত্র জানায়, সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়ন রয়েছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতে দেখা যায়নি।


বিবার্তা/রুবেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com