আগামী রবিবার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ২২:৪১
আগামী রবিবার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবিতে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রবিবার (১০ ডিসেম্বর) অবরোধ বা হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি। হরতাল বা অবরোধ না করে বিএনপি ‍‍‘সরকারি দমন-পীড়ন‍‍’র প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করবে।


৭ ডিসেম্বর, বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।


বিএনপি সূত্র জানায়, গুম, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা। সেখানে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদের পরিবার উপস্থিত থাকবে।


অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরেও একই ধরনের মানববন্ধনের আয়োজন হবে বলে জানিয়েছে বিএনপি সূত্রটি।


নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুক্রবার সকাল ৬টায় শেষ হবে। গত ২৯ অক্টোবর থেকে সারা দেশে লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে আসছে বিএনপি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com