রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলির অভিযোগ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৬:৩৫
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলির অভিযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার ৫ স্থানে মিছিল হয়েছে।


২৯ নভেম্বর, বুধবার দুপুরে মালিবাগ মোড় থেকে শান্তিনগর মোড়, কমলাপুর কাস্টমস হাউস আইসিডির সামনে, প্রেসক্লাব, কলাবাগান স্কয়ার হাসপাতাল, বিশ্বরোড সবুজবাগ বারডেম হাসপাতাল এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।


কমলাপুর কাস্টমস হাউস আইসিডির সামনে বিক্ষোভ মিছিলকালে পেছন থেকে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন।


তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছি। হঠাৎ পেছন থেকে মিছিল লক্ষ্য করে গুলি করা হয়। তবে কেউ হতাহত হয়নি। নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে নিরাপদে সরে যান।


মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সোহেল, মো. জসিম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ-সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দফতর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com