দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৯:০৭
দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না। মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চায়।


২৩ নভেম্বর, বৃহস্পতিবার সিলেটে ব্যক্তিগত সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।


বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ রকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি। ভবিষ্যতেও কাজে আসবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত বুধবার রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন। সিলেট সফরকালে মন্ত্রীর পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com