জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০০
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান জেনস্কির সঙ্গে বৈঠক করেছে বিএনপি।


১৩ সেপ্টেম্বর, বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।


বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ। জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা শেরনীল কবির।


বৈঠক শেষে গণমাধ্যমেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনায় আগমী জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। নির্বাচনটা কীভাবে হতে যাচ্ছে- এটা নিয়ে সবাই যেরকম কনসার্ন, তারাও সেরকম কনসার্ন। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো তাদেরও অবস্থান একই রকম।


এছাড়া তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর ব্যাপারে জিজ্ঞাসা করেছেন- জানতে চেয়েছেন কেমন আছেন- এমন তথ্য জানান আমির খসরু।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারাও অন্যান্য দেশের মতো বাংলাদেশে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য-বিশ্বাসযোগ্য-আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের নির্বাচন নিয়ে সবারই আগ্রহ রয়েছে।


নির্বাচনকালীন সরকার নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, আমরা তাদের বলেছি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ শেখ হাসিনার অধীনের কোন নির্বাচন জনগণের জন্য কিছু বয়ে আনবে না। আবার ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এ সরকারের অধীনে নির্বাচন আর কিছুই নয়।


তিনি বলেন, তারা বিশ্বাসযোগ্য-অংশগ্রহণমূলক-অবাধ-নিরপেক্ষ-আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, স্বাভাবিকভাবে তাদের এ কথায় আমরা মনে করি- এটা নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া সম্ভব নয়।


বিবার্তা/এমই/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com