রাজনীতি
শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় প্রান্তিক মানুষের জীবনধারা বদলে গেছে: সানজিদা খানম
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৩
শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় প্রান্তিক মানুষের জীবনধারা বদলে গেছে: সানজিদা খানম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সদস্য ও সাবেক এমপি এডভোকেট সানজিদা খানম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত ১৫ বছরে সমাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মধ্য দিয়ে সারাবাংলার মানুষকে ঢেকে দিয়েছেন। শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় প্রান্তিক মানুষের জীবনধারা বদলে গেছে।


রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ে 'সামাজিক নিরাপত্তাবেষ্টনী শেখ হাসিনার হাতে বদলে যাওয়া বাংলাদেশের ছবি' অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সানজিদা খানম বলেন, আমরা শুধু শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের কথা বলি কিন্তু সাধারণ মানুষের প্রতি তাঁর অদৃশ্য মমত্বোধের জায়গা আছে সেটা বলা হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ৪৪ ধরণের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্য দিয়ে গ্রামের হতদরিদ্র মানুষের জীবন বদলে দিয়েছেন।


তিনি বলেন, সারা বাংলাদেশে সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে এর পাশাপাশি রাজধানী ঢাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে শেখ হাসিনা নগর স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছেন।


সানজিদা খানম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে দারিদ্র্য হ্রাস পেয়েছে, সাক্ষরতার হার বেড়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেয়া, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিক্ষার্থীদের উপবৃত্তি, মানবসম্পদ উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করেছে বর্তমান বাংলাদেশ।


তিনি বলেন, অর্থনীতির প্রতিটি সূচকে উন্নতি সাধিত হয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বাধুনিক নতুন টার্মিনাল, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কক্সবাজারে আন্তর্জাতিকমানের এয়ারপোর্ট, স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে আলোয় উদ্ভাসিত করছেন।


এই উন্নয়নের ধারাবাহিকতায় আগামী নির্বাচনেও জনগণের রায়ে বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করবে- বলেন তিনি।


প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সদস্য মো. আইয়ুব আলী খান, অ্যাডভোকেট আসমা আক্তার কেকা। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ।


সভাপতিত্ব করেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন কদমতলী থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com