যুবদল নেতা রুবাইয়েদকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ২৩:০২
যুবদল নেতা রুবাইয়েদকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ আওয়ামী সরকার আগের মতোই শুরু করেছে সর্বনাশা কর্মকাণ্ড এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে ঢাকা শ্যামলীর নিজ বাসার সামনে থেকে আজ বিকেলে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।


১৬ আগস্ট, বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, ‘দেশজুড়ে পরিকল্পিত ছকের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করা হয়েছে। এদের আমলে চলে আসা গুম, ক্রসফায়ার ও অপহরণ এখন জোরেসোরে শুরু হয়েছে। গায়েবি মামলা দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে শুধু গ্রেফতারই করা হচ্ছে না, বর্তমান সরকারের দায়েরকৃত ৯/১০ বছর পূর্বের মিথ্যা মামলায় তড়িঘড়ি করে সাজা দেয়ার ধুম শুরু হয়েছে। আইন, প্রশাসন, বিচারসহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ শেখ হাসিনার হাতের মুঠোয়।’


বিএনপির এই মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ এখন সদা তৎপর। ফ্যাসিস্ট শাসনকে সুনিশ্চিত ভঙ্গিতে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। নির্বাচনী ময়দান ফাঁকা করে নির্বাচনী বৈতরণি পার হতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন তিনি। মামলা, সুনির্দিষ্ট অভিযোগ এবং ওয়ারেন্ট ছাড়াই গোয়েন্দা সংস্থার লোকেরা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যেকোনো স্থান ও দিনে—রাতের যেকোনো সময় তুলে নিয়ে যাচ্ছে।’


রিজভী অভিযোগ করে বলেন, ‘আজ খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে ঢাকা শ্যামলীর নিজ বাসার সামনে থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত স্বীকার করছে না। স্বামীর সন্ধানে রুবায়েদ এর স্ত্রী ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে আহাজারি করছেন। বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি রুবায়েদ মহানগর গোয়েন্দা দফতরেই রয়েছে। কিন্তু এখনও রুবায়েদ এর বিষয়টি স্বীকার না করা তার পরিবারের মধ্যে শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি করেছে।


তিনি বলেন, গুমের এহেন ঘটনা শেখ হাসিনা তাঁর সরকারি নীতির অনুষঙ্গ করেছেন। জনসমর্থনহীন সরকার মৃত্যুর পরোয়ানা নিয়েই যেন ঘুরে বেড়াচ্ছে। এটাই আওয়ামী ইতিহাসের দৃষ্টান্ত। অবৈধ আওয়ামী সরকারের জনভিত্তি নেই বলেই গুম—খুনের মতো মনুষ্যত্বহীন কর্মসূচি বেছে নিয়েছে। সারাবিশ্ব থেকে গুমের বিষয়ে তীব্র নিন্দার ঝড় বইলেও শেখ হাসিনার সরকারের টিকে থাকার জীবনীশক্তি হচ্ছে গুম, ক্রসফায়ার, গায়েবি মামলা ও বেআইনি গ্রেফতার। চরম মানবতাবিরোধী কর্মসূচিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনের ওপর।


রিজভী বলেন, ‘জনগণের প্রবল শক্তির ঢেউ তাদের দিকে যাতে ধেয়ে যেতে না পারে সেজন্য বেছে বেছে বিএনপিসহ বিরোধী দলের তরুণ নেতাদেরকে টার্গেট করেছেন স্বদেশের সীমানা থেকে নিরুদ্দেশ করার। এই উদ্দেশ্য চলমান রাখতেই খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে এখনও স্বীকার করছে না। আমি এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর আহবান জানান।’


সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন উদ্দিন মামুন, বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমই/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com