বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা নানকের
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১৯:৩৮
বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা নানকের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী দিনে ধ্বংসাত্বক রাজনীতির কারণে বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।


তিনি অভিযোগ করেছেন, দু’দলের কর্মসূচিতে মানুষের দুর্ভোগ হচ্ছে না। বিএনপি খুনি ও সন্ত্রাসী দল। বিএনপি যখনই কোন কর্মসূচি দেয় তখন আতঙ্কে থাকেন দেশের মানুষসহ আওয়ামী লীগ। তারা ২০১৪ সালের মত আগুন সন্ত্রাসে মেতেছেন। জ্বালাও পোড়াও শুরু করেছে। আবারো বাস, পুলিশ, বিজিবি ও সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে গণতন্ত্র হরণ করার চেষ্টা করছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে শুভ আগমন উপলক্ষ্যে ২৯ জুলাই, শনিবার বিকালে আরডিআরএসএ গেস্ট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে ঢাকার অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে মানুষের যানমালের ক্ষতি করেছে দলটি। রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপরে হামলা চালিয়েছে। তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগামী দিনের রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে।


জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই দলের সিদ্ধান্ত অনড় থাকলে দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নে নানক বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সাংবিধানিকভাবে। বিএনপি যে দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তা অযৌক্তিক। যতই গলাবাজি করুক না কেন সংবিধানের বাইরে কোন ভাবে নির্বাচন হবে না। আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার আদায়ে সবসময় লড়েছেন। তাদের হুংকারে ভয় পায় না আওয়ামী লীগ। তবে মানুষের ক্ষতি হোক এমন ধ্বংসাত্বক রাজনীতি থেকে সরে আসারও আহবান জানান তিনি। তা না হলে রাজনৈতিক শক্তি প্রয়োগ করে তাদের অপরাজনীতিকে প্রতিহত করা হবে।


এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রোজী রহমান, মোতাহার হোসেন মাওলা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, অ্যাডভোকেট আনারুল ইসলাম, মহনাগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com