সিরাজুল আলম খান সমাহিত
প্রকাশ : ১০ জুন ২০২৩, ২০:৩৮
সিরাজুল আলম খান সমাহিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান।


১০ জুন, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তৃতীয় জানাজা শেষে সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে তাকে দাফন করা হয়।


চৌমুহনী পাইলট হাইস্কুল মাঠে সিরাজুল আলম খানকে মুক্তিযোদ্ধা হিসাবে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ মূর্ছনার সাথে গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শণ করে। এরপর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


এসময় উপস্থিত ছিলেন আ স ম আবদুর রব, নাজমুল হক প্রধান, নুরুল আখতার, শফিউদ্দিন মোল্লাহ, আব্দুল্লাহিল কাইয়ূমসহ জাসদ, জেএসডি, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সন্ধ্যা ৭টায় আলমপুরে সিরাজুল আলম খানের পৈত্রিক নিবাস সাহেব বাড়িতে পারবারিক বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এরপর জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com