রাজনীতি
ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১২ দলীয় জোটের
প্রকাশ : ১৬ মে ২০২৩, ২১:৩৩
ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১২ দলীয় জোটের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে ১২ দলীয় জোট।


মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় বাংলাদেশ এলডিপির অফিসে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।


জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় ১২ দলের শীর্ষ নেতৃবৃন্দ ও মহাসচিবগণ অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ জাস্টিস পার্টিকে চলমান যুগপৎ আন্দোলনে ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত মার্চে ১২ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে বাংলাদেশ লেবার পার্টি।


পরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ দলীয় জোটের সভায় সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং তৎপরবর্তীতে স্যাংশন দেওয়া রাষ্ট্র থেকে কোন কিছু কিনবেন না বলে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এবং ৬টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কূটনৈতিকদের অতিরিক্ত প্রোটোকল সুবিধা বাতিলের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করাহয়।


নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের পায়ের তলার মাটি নাই বলেই প্রধানমন্ত্রী এ ধরনের আবোল তাবোল বক্তব্য বা সিদ্ধান্ত নিচ্ছেন।


জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ক্বারী মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপ) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ- ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির মহাসচিব মানসুর আলম শিকদার, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল সহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।


বিবার্তা/ইলিয়াস/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com