বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখার কিছু নেই: কাদের
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ১২:৫৪
বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখার কিছু নেই: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখার কিছু নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা রাজনৈতিকভাবে আন্দোলন করলে আমরা রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবো।


৬ মার্চ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের গতিপ্রকৃতি দেখে বোঝা যায়, যতটুকু গতি তারা আশা করছিল তা নেই, জনগণের অংশগ্রহণ আশা করেছিল তাও নেই। পৃথিবীতে কোনো আন্দোলনই জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন সম্ভব না।


বিএনপি নীরব পদযাত্রা থেকে নিঃশব্দ মানববন্ধনে নেমে গেছে।


কাদের বলেন, তারা যত কিছুই করেছে সবই সীমিত ছিলো। তাদের নেতাকর্মীদের অংশ গ্রহণও কমে গেছে। নেতাকর্মীদের অংশ গ্রহণকে তো গণ আন্দোলন বলে না। তারা সহিংস আন্দোলন করলে জনগণের জানমাল রক্ষায় আমরা দায়িত্ব পালন করবো- বলেন কাদের।


বাংলাদেশের জনগণের সরকারের সদিচ্ছার ওপর আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির আন্দোলনে সাধারণ মানুষকে যুক্ত করার চেষ্টা করেছিলো। কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। কঠিন মুহূর্তে শেখ হাসিনা সরকার জনগণের কল্যাণে কাজ করেছে।


তিনি বলেন, মানুষের জানমাল রক্ষায় শেখ হাসিনা সরকারের আন্তরিক প্রয়াসের প্রতি জনগণের আস্থা রয়েছে।


বিবার্তা/সোহেল/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com