২০৩৩ সালে পর্যটন খাতের আকার হবে ১৫.৫০ লাখ কোটি ডলার : ডব্লিউটিটিসি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১২:১৮
২০৩৩ সালে পর্যটন খাতের আকার হবে ১৫.৫০ লাখ কোটি ডলার : ডব্লিউটিটিসি
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহামারির পর মানুষ আবার ঘুরে বেড়াতে শুরু করেছেন। বলা যায়, আগের চেয়ে এ প্রবণতা বাড়ছে। ফলে পর্যটন খাতের আকার বাড়ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন খাত যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তাতে ২০৩৩ সালের মধ্যে বৈশ্বিক পর্যটন খাতের আকার দাঁড়াবে ১৫ দশমিক ৫ ট্রিলিয়ন বা ১৫ লাখ ৫০ হাজার কোটি ডলার। বৈশ্বিক অর্থনীতিতে এ খাতের হিস্যাও স্বাভাবিকভাবে বাড়বে। তখন এ খাতের হিস্যা দাঁড়াবে ১১ দশমিক ৫ শতাংশ।


পর্যটন খাতের পরিসর বৃদ্ধি পেলেও তা এখনো মহামারির আগের বছর, অর্থাৎ ২০১৯ সালের পর্যায়ে ফিরতে পারেনি। তবে এখন যে হারে বাড়ছে, তাতে ২০৩৩ সালে পর্যটন খাতের আকার ২০১৯ সালের তুলনায় ৫০ শতাংশ বাড়বে। বলা হচ্ছে, পর্যটন খাতের বিকাশে যথাযথ প্রণোদনা এবং চীনা নাগরিকদের পর্যটন প্রবণতা এ খাতের সম্প্রসারণে ভূমিকা পালন করবে। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল (ডব্লিউটিটিসি)।


পূর্বাভাসে বলা হয়েছে, পর্যটন খাতে ২০৩৩ সালে ৪৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে। ২০১৯ সালে যেখানে ৩৩ কোটি ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। অর্থাৎ বৈশ্বিক কর্মসংস্থানের প্রতি নয়জনের একজন জড়িত থাকবেন পর্যটনের সঙ্গে। বৈশ্বিক পর্যটনের আকার কেবল বিস্তৃত হচ্ছে না, দ্রুতগতিতে সম্প্রসারণ করছে অর্থনীতি। বিশ্ব ভ্রমণ ও পর্যটন সংস্থার প্রেসিডেন্ট জুলিয়া সিম্পসন দাবি করেছেন, বৈশ্বিক জিডিপি বার্ষিক ২ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদেরা। কিন্তু পর্যটন খাতের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ।


মহামারির পর মানুষের অগ্রাধিকারে পরিবর্তন এসেছে। বিশেষ করে ধনী মানুষেরা এখন বিলাসী পণ্য না কিনে বিলাসবহুল সেবার দিকে ঝুঁকছেন। ভ্রমণ বেড়েছে মানুষের। ফলে গত বছর বিলাসবহুল হোটেল-রিসোর্টে থাকা বাবদ বিশ্বের মানুষের ব্যয় দ্বিগুণ হয়েছে, যা পরিমাণে ২১১ বিলিয়ন বা ২১ হাজার ১০০ কোটি ডলার।


বর্তমান পৃথিবীতে পর্যটন অর্থনীতির শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। পর্যটন খাতের আকার পরিমাপে সাধারণত দুটি বিষয় বিবেচনায় রাখা হয়। সেটা হলো, কোনো দেশের নাগরিকেরা অন্যান্য দেশে ভ্রমণ করার সময় কী পরিমাণ খরচ করছেন এবং অন্যান্য দেশের নাগরিকেরা সে দেশে এসে কী পরিমাণ খরচ করছেন। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এর পরিমাণ বার্ষিক দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার।


কিন্তু ডব্লিউটিটিসির হিসাবে, আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র চীনের কাছে সেই জায়গা হারাবে। ২০৩৩ সালে চীনের পর্যটন খাতের আকার দাঁড়াবে চার লাখ কোটি ডলার; চীনের অর্থনীতিতে যার হিস্যা হবে ১৪ দশমিক ১ শতাংশ। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের পর্যটনশিল্পের আকার দাঁড়াবে তিন লাখ কোটি ডলার; অর্থনীতিতে যার হিস্যা দাঁড়াবে ১০ দশমিক ১ শতাংশ।


ডব্লিউটিটিসির হিসাবে, চলতি বছরের শেষ দিকে বৈশ্বিক পর্যটন খাত মহামারির আগের পর্যায়ে ফিরে যাবে। এরপর কেবল তাকে ছাড়িয়ে যাওয়ার পালা, যার পালে হাওয়া দেবে মানুষের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি।


বিবার্তা/এসবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com