বাংলাদেশে পাঁচ বছরে পর্যটক এসেছে প্রায় ২০ লাখ
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০৯:৪০
বাংলাদেশে পাঁচ বছরে পর্যটক এসেছে প্রায় ২০ লাখ
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রায় ২০ লাখ বিদেশি পর্যটক দেশে এসেছেন।


৪ জুন, রবিবার জাতীয় সংসদে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।


সরকারি দলের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।


বাংলাদেশ ব্যাংক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য উল্লেখ করে পর্যটন খাত থেকে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়, জাতীয় সংসদের সামনে তা তুলে ধরেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি জানান, পর্যটন খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।


২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক দেশে আসেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা।


প্রতিমন্ত্রী জানান, ২০১৭ সালে ৫ লাখ ৬৬৫, ২০১৮ সালে ৫ লাখ ৫২ হাজার ৭৩০, ২০১৯ সালে ৬ লাখ ২১ হাজার ১৩১, ২০২০ সালে ১ লাখ ৮১ হাজার ৫১৮ এবং ২০২১ সালে ১ লাখ ৩৫ হাজার ১৮৬ জন পর্যটক দেশে আসেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com