
রাজধানীর কদমতলী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মৃত মজলিশ খানের ছেলে। রাজধানীর মহাখালীর একটি ড্রেজার কোম্পানিতে চাকরি করতেন তিনি।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, সকালে নারায়ণগঞ্জের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন নূরুল ইসলাম। মহাখালীগামী বাসে উঠার জন্য কদমতলী থানার শ্যামপুরে রানী স্টীলমিলের সামনে রাস্তাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, নুরুল ইসলামের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]