
চলতি বছরের এপ্রিল মাসে দেশে মোট ৩৩২ জন নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১১১ জন। বাংলাদেশ মহিলা পরিষদের এপ্রিল মাসের ‘নারী ও কন্যা নির্যাতনবিষয়ক তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
রোববার (৪ মে) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি।
১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ।
এতে জানানো হয়, ১৬৯ জন কন্যা ও ১৬৩ জন নারীসহ ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৩৩২ জন নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৮৩ জন কন্যাসহ ১১১ জন। তার মধ্যে ১৬ জন কন্যাসহ ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাসহ ৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ২ জন কন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়াও ২২ জন কন্যাসহ ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে ৪ জন কন্যা। বিভিন্ন কারণে ১৫ জন কন্যাসহ ৬০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে ২ জনকে। ৫ জন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
৬ জন কন্যাসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে ১ জন কন্যাসহ ২ জন। ২ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১২ জন। এর মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন, এর মধ্যে ৪ জন কন্যা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন। ২ জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। ৭ জন কন্যাসহ ৯ জন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়াও ২ জন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। ১ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ৪টি। এ ছাড়া ২ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]