
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে।
তিনি বলেন, ‘উন্নতমানের বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট জাতের চাল মূলত বোরো মৌসুমেই উৎপাদিত হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে বোরো চাল বাজারে চলে আসবে।
১৪ এপ্রিল, মঙ্গলবার সচিবালয়ে ভোজ্যতেল আমদানি ও সরবরাহসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে ছিল, বিদ্যুৎ সরবরাহ ছিল স্থিতিশীল এবং পর্যাপ্ত পরিমাণে সার পাওয়া গেছে যা কৃষি উৎপাদনের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, ‘আমরা এ বছর ধানের ভালো ফলনের আশা করছি, যার ফলে চালের দাম কমে আসবে বলে আমরা আশাবাদী।’
কৃষিপণ্য সহজাতভাবে গতিশীল উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা সবধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নজর রাখছি এবং যেখানে দাম স্থিতিশীল রাখার প্রয়োজন সেখানে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]