
ফিলিস্তিনের গাজায় বর্বর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে লাখো মানুষ। এ সময় একযোগে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ২টা ৪০ মিনিট থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ জুড়ে এই স্লোগান শুরু হয়। এসময় লাখো জনতা একযোগে এই স্লোগান দিতে থাকেন।
এদিকে বেলা আড়াইটা থেকে আরও জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে, প্রবেশ করেন হাজার হাজার মানুষ।
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বেলা ৩টায় রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে সাধারণ জনতার পাশাপাশি অংশ নেবেন দেশবরেণ্য আলেম-উলামা ও রাজনৈতিক নেতারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]