মার্চ ফর গাজা: রাজধানীবাসীকে সড়কে নেমে আসার আহ্বান
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৪:৩৯
মার্চ ফর গাজা: রাজধানীবাসীকে সড়কে নেমে আসার  আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মার্চ ফর গাজা কর্মসূচিতে কোনো বক্তৃতা হবে না। বিকেল ৩টা থেকে ৪টা পুরো রাজধানীবাসীকে সড়কে নেমে এসে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে, আজকের কর্মসূচি থেকে কোনো বক্তৃতা দেওয়া হবে না। এটা স্পট থেকে মিছিল এসে মিলিত হবে। ঘোষণাপত্র পাঠ করা হবে। শুধু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আর সবাই সড়কে নেমে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করবে।


এদিকে, ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।


মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন, মার্চ ফর গাজা। দুপুর ৩ টা থেকে বিকেল ৪ টা। পুরো বাংলাদেশ রাস্তায় নেমে আসুন, সংহতি জানান। ঢাকাবাসী রাস্তার মেহমানদের পানি খাওয়ান। ছবি নিন, ভিডিও করুন, নিজ আইডিতে পোস্ট দিন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com